শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাধীন গারো পাহাড়ের পাদ দেশে অবস্থিত গ্রামীন জনপদ গৌরীপুর ইউনিয়নে বনগাঁও গ্রামে এই প্রতিষ্ঠানটি গ্রামবাসীর সহযোগিতায় ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। শুরুর দিকে জনতা ক্লাব এর ঐকান্তিক প্রচেষ্টায় ও দানবীর ব্যক্তিদের দানকৃত ভুমিতে ক্লাব এর নাম অনুসারেই বনগাঁও জনতা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। হাজী আইনুল্লাহ, উসমান গণি, হেলাল মাস্টার ও হাজী মোজাম্মেল (কালু হাজী) বিদ্যালয়টির জন্য প্রায় ০৫ একর ৩৫ শতাংশ জমি দান করেন। আমরা তাদের এই দানের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন, নুরুল আমিন সেক্রেটারি, সোরহাব উদ্দিন, কামরুজ্জামা, মমতাজ আলী কমান্ডার, আব্দুল হাকিম খেদু, মোবারক আলী সাদা, মাহাবুল হক, হাজী আব্দুল মজিদ প্রমুখ ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টায় হাঁটি হাঁটি পা পা করে বিদ্যালয়টি আজ একটি মহীরুহে পরিণত হয়েছে। আমরা এ সকল ব্যক্তিদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
